রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমজমাট আবহে শুরু হলো সুতির MLA কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

বর্তমানে যুব সমাজ  মোবাইল ফোনের বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পরায়,  শরীরচর্চা কিংবা  খেলাধূলা থেকে বিচ্ছিন্ন থাকায় আজ যুবসমাজ ধ্বংসের পথে । তাই যুব সমাজকে বিশেষ বার্তা দিতে    সুতি MLA কাপ  বিশাল  ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো   সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস।  প্রতি বছরের ন্যায় এবছরও  বিশাল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় । বিগত দু'বছর ধরে করোনার আবহের জন্য ক্রিকেট টুর্নামেন্ট করতে পারেনি বিধায়ক ইমানি বিশ্বাস।এই ক্রিকেট টুর্নামেন্টের প্রায় ১২ টি দল অংশগ্রহণ করেছে। বিধায়ক ইমানি বিশ্বাস বলেন- এই যুব সমাজকে খেলাধূলায় ফিরিয়ে আনতে  এ বিশাল ক্রিকেটে টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার সকালে সুতির ছাবঘাটি কে.ডি বিদ্যালয় মাঠে এই ক্রিকেট খেলার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান,।
পাশপাশি এদিন এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে  মাল্যদান ও করা হয়।এসময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুরের জেলা সভাপতি খলিলুর রহমান,সুতির বিধায়ক ইমানি বিশ্বাস থেকে শুরু করে একাধিক বিশিষ্ট জনেরা।আজকের এই উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে দেখতে ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।