বেপরোয়া পাথর বোঝাই লরির ধাক্কায় আহত মা ও ছেলে।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
মালদা: বেপরোয়া পাথর বোঝাই লরির ধাক্কায় আহত মা ও ছেলে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য পথের তাতিপাড়া এলাকায়। জানা গেছে আহতরা হল জোস্না মন্ডল এবং তার ছয় বছরের ছেলে আদিত্য মন্ডল। তাদের বাড়ি কালিয়াচক থানার আকন্দবেরিয়া এলাকায়। জানা যায় একটি টোটো করে এদিন সকালে মোট পাঁচজন বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় তাঁতীপাড়া এলাকায় পেছন থেকে বেপরোয়া পাথর বোঝা একটি লড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় গুরুতরভাবে আহত হয় তাঁরা দুজন। এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ্য ভারত বাংলাদেশের মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য পথে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে চলেছে। তার কারণ একটাই বেপরোয়া পাথর বোঝাই লরি এবং রাস্তার ওপর পড়ে থাকছে অসংখ্য পাথর। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ঘটে যাচ্ছে দুর্ঘটনা।