বৈষ্ণবনগরে সাড়ম্বরে সম্পন্ন হল বার্ষিক শিশু ক্রীড়ানুষ্ঠান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
বৃহস্পতিবার বৈষ্ণবনগর চক্রের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শিশু প্রতিযোগীদের নিয়ে জমজমাট ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হল বৈষ্ণবনগরে। এদিন বৈষ্ণবনগর চক্রের উদ্যোগে ৪২ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ঘিরে সংশ্লিষ্ট বৈষ্ণবনগর খেলার মাঠে সাজ সাজ রব এবং ক্রীড়ার পাশাপাশি গম্ভীরা গান ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে সম্পন্ন হল উৎসব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধায়ক তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার, বিডিও মামুন আক্তার, এ আই সন্দীপন ঘোষ, ইফতিকার আহমেদ অবরবিদ্যালয় পরিদর্শক তথা ক্রীড়ার সভাপতি নাসরিন বানু , সম্পাদক অপূর্ব ঘোষ, সহ বহু শিক্ষক শিক্ষিকা সহ অনেকেই। ক্রীড়ানুষ্ঠানের সম্পাদক অপূর্ব ঘোষ বলেন, চক্রে রয়েছে ৬৪ টি স্কুল এবং মোট ৩৪ টি ইভেন্টে দৌড়, বল, লংজাম্প, হাই জাম্প সহ একগুচ্ছ খেলায় শিশুরা অংশগ্রহণ করে নজর কাড়ে। এস আই নাসরিন বানু জানান শিক্ষার সাথে শিশুদের ক্রীড়ার বিকাশের লক্ষে প্রতি বছর উৎসাহ নিয়ে আয়োজন করা হয়। সুষ্ঠুভাবে বৈষ্ণবনগর চক্র শিশু ক্রীড়া উৎসব সম্পন্ন র জন্য সবাইকে অভিনন্দন জানান।