ডা সামুয়েল জন্মদিন উপলক্ষে স্মার্ট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান
পুষ্প প্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
প্রতি বছরের ন্যায় এবারও ডা: সেখ সামুয়েল জন্মদিন পালন করল স্মার্ট স্কুল। সামুয়েলের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। সামুয়েলের নিজে স্কুলটি গড়ে ছিলেন। আর সেই বছর থেকেই ডা: সেখ সামুয়েল জন্মদিন পালন করা হয়। এবার ২০ বছরে পদার্পণ করল অনুষ্ঠান। গান, আবৃত্তি , দেশাত্মবোধক গান সব নিয়ে একগুচ্ছ অনুষ্ঠান করে নজর কাড়ল ছাত্রছাত্রী থেকে শিক্ষকশিক্ষিকারা। এদিন স্কুল সংলগ্ন কারবালা ময়দানে ছাত্র ছাত্রী , শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত উনার জন্মদিন উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠান। মাঠের সমস্যার মধ্যে ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন হয়ে চলেছে বলে জানান প্রধান শিক্ষক রবিউল ইসলাম । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, কালিয়াচক গার্লস হাইস্কুলের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম চৌধুরী, শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমত, মোহাম্মাদিয়া হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আব্দুল ওয়াহাব, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রোকেয়া বেগম চৌধুরী, প্রধান শিক্ষক সাজাহান আলি, চিকিৎসক দিবস সিনহা, চিকিৎসক হাজেরুল ইবকার, বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান, স্মার্ট স্কুলের সিএমডি শেলী সামুয়েল, সভাপতি ইফতিকার সুফি সহ অন্যান্যরা । এদিনের অনুষ্ঠান ঘিরে উদ্যোগ তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
স্মার্ট স্কুলের সভাপতি ইফতিকার সুফি বলেন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড: স্যামুয়েল প্রয়াত হয়েছেন অনেকদিন হল। উনার স্বপ্ন ছিল কালিয়াচকে শিক্ষা সহ সামগ্রিক উন্নয়ন নিয়ে এগিয়ে চলুক। উনার উদ্যোগে চালু হ্ওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট শিক্ষার বিকাশে অনেক এগিয়ে চলেছে । এলাকার শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্মার্ট স্কুল। অন্যান্য অনেকের মতো স্বপ্ন ছিল সামুয়েল সাহেবের। কালিয়াচকের স্মার্ট স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠান এবং সরবপরি জমজমাটভাবে সম্পন্ন হল শনিবার।