রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামীকাল থেকেই শুরু হতে চলেছে ধুলিয়ান চ্যালেঞ্জার কাপ।

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২২ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রোববার

মুর্শিদাবাদের সেরা ক্রিকেট  ধুলিয়ান চ্যালেঞ্জার কাপ l তারই প্রস্তুতি জোর কদমে। প্রতিবছরের ন্যায় এবারও  মেগা ক্রিকেট   টুর্নামেন্টর আয়োজন। সামশেরগঞ্জ সবুজ সংঘের পরিচালনায় ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সামশেরগঞ্জ ফুটবল ময়দানে । রাত পোহালেই  মেগা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে ধুলিয়ান। তবে হ্যাঁ এ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে  গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরে বিভিন্ন প্রান্তের লোকজন  দেখতে পাওয়া যায় এই মাঠে । কিন্তু ২০২২ সালে করোনার আবহের জন্যই  ক্রিকেট টুর্নামেন্ট করতে পারেনি  সামশেরগঞ্জ সবুজ সংঘ ক্লাব। এবার করোনা ঘোর কাটিয়ে  সামশেরগঞ্জের ক্রীয়াপ্রেমীদের উৎসাহ দিতে  বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন । তবে হ্যাঁ এই টুর্নামেন্টের বিভিন্ন প্রান্ত থেকে তথা রাজ্যের বাইরে থেকে  খেলোয়াররা খেলতে আসে  ধুলিয়ান চ্যালেঞ্জার কাপ  টুর্নামেন্ট,এবারও উড়িষ্যা কিংবা হারিয়ানা থেকেও বিভিন্ন টিমের হয়ে  খেলতে দেখে যাবে এই টুর্নামেন্ট। অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু মঞ্চস্থ এবং আলাদাভাবে গড়ে উঠছে  প্রায় ৪৫ জনের আসন । পাশাপাশি এই  শামশেরগঞ্জ ফুটবল ময়দানের টুর্নামেন্টের  দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে বিশেষ আকর্ষণীয় বরংবার অফার ঘোষণা করেন শামসুল রেডিমেন্ট সেন্টারের কর্মকর্তা  আসিফ , তিনি জানিয়েছেন এবারও কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে এবারে টুনামেন্ট ধুলিয়ান চ্যালেঞ্জর  কাপে তিনি আরো বলেন যে এই ধুলিয়ান চ্যালেঞ্জার কাপ  উৎসাহের সাথে মানুষ দেখবে এবং উপভোগ করবে।  উল্লেখ করা যেতে পারে সামশেরগঞ্জ ফুটবল ময়দানে   ধুলিয়ান চ্যালেঞ্জের কাপে তিনি বিশেষ আকর্ষণীয় অফার   ঘোষণা করবেন বলে জানিয়েছেন    আসিফ আলাম তথা শামসুল রেডিমেড সেন্টারের কর্মকর্তা ।


 আগামীকাল অর্থাৎ ৯ই জনুয়ারি   ধুলিয়ান চ্যালেঞ্জের কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন  বিভিন্ন নেতা- এমপি এমএলএ ,  প্রশাসনিক বিভাগের কর্মকর্তা ,  প্রাক্তন খেলোয়ার, সাংবাদিক থেকে শুরু করে  বিশিষ্টজনেরা।