সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তর দিনাজপুরের

টেরাকোটা এখন বিদেশে পাড়ি

শঙ্কর গুপ্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার

কুনোর এর টেরাকোটা এখন দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দিচ্ছে।

কুনোর এর টেরাকোটা এখন দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দিচ্ছে।

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর থেকে ৮কিমি দূরে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর হাট পাড়া গ্রাম টেরাকোটা শিল্পের পীঠস্থান।এই গ্রামের সমস্ত গ্রামবাসীদের জীবন জীবিকা র নাম টেরাকোটা।কুনোর হাট পাড়ার টেরাকোটা শিল্প বর্তমানে জেলা, রাজ্য ও দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও পারি দিয়েছে। গ্রামে একটি টেরা কোটা কুনোরের হাট পাড়া গ্রামের অধিকাংশ টেরাকোটা শিল্পিদের দাবি তাদের গ্রামে যদি একটি স্থায়ী টেরাকোটা শিল্পের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয় তাহলে এই এলাকার প্রচুর বেকার যুবক যুবতীরা উন্নতমানের টেরাকোটার প্রশিক্ষণ নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারে তাতে খুব ভালো হবে।হাট পাড়ার রাজ্য স্তরের পুরস্কার প্রাপ্ত টেরাকোটা শিল্পী দুলাল রায় বলেন আমাদের উন্নতমানের টেরাকোটার দ্রব্য বানাতে হলে  ব্যাঙ্গালোর থেকে ডিজাইন আনতে হয়।এবং তারা বিভিন্ন মেলা তে টেরাকোটা জিনিস বিক্রি করে কিছুটা লাভ পাই৷বাজারের তাদের টেরাকোটা চাহিদা এখন ব্যাপক হারে বাড়েছে৷ এবং রাজ্য সরকারের বিভিন্ন মেলা তে তারা অংশ গ্রহন করেন বলে তিনি জানান।