রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজস্থানে হার কাঁপানো ঠান্ডা, শীতকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার

রাজস্থানে হার কাঁপানো ঠান্ডা, শীতকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে


উত্তর ভারতে ঠান্ডার দাপট বাড়ছে, বিশেষ করে রাজস্থানে কনকনে ঠান্ডায় কাঁপছে। রাজস্থানের বরণে ইতিমধ্যেই অতিরিক্ত ঠান্ডার কারণে সরকারি ও বেসরকারি স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে। সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি পর্যন্ত এই ছুটি রয়েছে। শীতকালীন ছুটি দেওয়া হয়েছিল স্কুলগুলিতে গত ২৫শে ডিসেম্বর থেকে, ছুটির মেয়াদ ছিল ৫ই জানুয়ারি পর্যন্ত। তবে শৈত্যপ্রবাহ সম্ভাবনা থাকার কারণে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

রাজস্থানে ভয়ানক ঠান্ডায় কাঁপছে সেখানকার মানুষ, একদিকে উত্তরে হাওয়ার দাপট ,ওপর দিকে দৃশ্যমান্যতা একেবারেই কমে গিয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী দিনে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। তবে শীতের  প্রবাহের কবলে পড়লে স্কুলগুলিতে ছুটির মেয়াদ আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।