ক্রীড়াপ্রেমীদের উৎসাহ দিতে KPL প্রিমিয়ার লীগ সামসেরগঞ্জের নতুন কৃষ্ণপুরে
নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৮ এএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
নতুন কৃষ্ণপুর যুবকবৃন্দের উদ্যোগে ৩২ দলীয় নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আজকের এই নতুন কৃষ্ণপুর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম , জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হাবিব পারভেজ, ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর সামিউল আলম,২০ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাসেবী ইউসুফ শেখ,সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, জঙ্গিপুর কোর্টের বিশিষ্ট আইনজীবী রবিউল ইসলাম, সামসুদ্দিন ওরফে পানু সহ এলাকার বিশিষ্টজনেরা ।
আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে এলাকার যুব সমাজের উদ্দেশ্য সচেতনতার বিশেষ বার্তা দেন সামশেরগঞ্জ থানার ওসি বিজন রায় তিনি বলেন :মাদকজাত দ্রব্য থেকে দূরে থাকার জন্য বিশেষ অনুরোধ যুব সমাজকে । মদ, গাঁজা, হিরোইনসহ বিভিন্ন মাদক জাত দ্রব্য যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।সামশেরগঞ্জ থানার ওসি বিজন রায় আরো জানান যে-ক্রীড়া বা খেলাধুলা শরীরচর্চা ও আনন্দ লাভের সঙ্গে সম্পৃক্ত ক্রিয়াকলাপ। সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, এমনকি জাতীয় জীবনের সফলতা লাভের পেছনে কাজ করে সুস্থ ও সুঠাম দেহ। আর এই সুস্থ দেহ গঠনের জন্যে খেলাধুলা অপরিহার্য।
এদিনের সংবাদ মধ্যেমের মুখোমুখী হয়ে ক্লাবের অন্যতম কর্তা পাভেল আখতার জানান যে খেলাধূলা এখন বিলপ্ত পথে তাই যুব সমাজকে খেলাধূলায় ফিরিয়ে আনতে এই উদ্যোগ।নতুন কৃষ্ণপুর প্রিমিয়ার লীগে এলাকার ক্রীয়াপ্রেমীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।