পোস্ত চাষ বন্ধে আবগারী দপ্তর ও দুবরাজপুর থানা পুলিশের যৌথ অভিযান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অতীতে একসময় বীরভূমের একাধিক জায়গায় বিঘার পর বিঘা জুড়ে রমরমিয়ে চলত পোস্ত চাষ। বর্তমানে সেই পোস্ত চাষ এক প্রকার সম্পূর্ণ বন্ধ। তবুও কিছু অসাধু ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে মুলো,সরষে সহ অন্য ফসলের আড়ালে পোস্ত চাষ করছে কিনা তা খতিয়ে দেখতে অভিযানে নামে বীরভূম জেলার দুবরাজপুর আবগারি দপ্তর ও স্থানীয় থানার পুলিশ। উল্লেখ্য, বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সহযোগিতায় আবগারি দপ্তর।সেই রূপ সোমবার বীরভূমের দুবরাজপুর আবগারি দপ্তর ও স্থানীয় থানার যৌথ উদ্যোগে দুবরাজপুর ব্লকের যশপুর, পছিয়াড়া গ্রাম এলাকায় মাঠে মাঠে ঘুরে বেশ কিছু জমিতে পোস্ত চাষ বিরোধী অভিযান চালানো হয় তথা মাঠ পরিদর্শন করেন। পাশাপাশি পোস্ত চাষ বন্ধের সতর্ক বার্তা দিতে এলাকাজুড়ে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়।