রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লালপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩১ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার

লালপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ও ধুলিয়ান পৌরসভার প্রাত্তন পৌর প্রশাসক আলম মেহেবুবের প্রচেষ্টায়  ১৬ দলীয় নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় । আজকের এই শর্ট বাউন্ডারি ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম , ধুলিয়ান পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক আলম মেহেবুব,সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি বিজন রায়,ওটু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মিল্টন বিশ্বাস,বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান ওরফে লিটন, আইনজীবি রবিউল ইসলাম,সহ এলাকার  ক্রীড়াপ্রেমীরা।আজকে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকে -যুব ক্রীড়া প্রেমীদের -উদ্দেশ্য বার্তা বিধায়কের -তিনি বলেন -পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শরীরের অঙ্গ হিসাবে পরিচিত । যুব সম্প্রদায় আগামী দিনে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে ।কিন্তু এই খেলাধূলা যুব সমাজকে "বর্তমান ডিজিটাল মোবাইল ফোন খেলাধূলা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে।

একসময়  কাবাডি ছিলো জনপ্রিয় খেলা ।কিন্ত দিনেরপর দিন এই খেলা  চাহিদা কমছে ।কিন্ত বর্তমানে ক্রিকেট, ফুটবল খেলা চাহিদা অনেক।এদিন লালপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ও ধুলিয়ান পৌরসভার প্রাত্তন পৌর প্রশাসক আলম মেহেবুবের ঐকান্তিক প্রচেষ্টায় -লালপুর ১৭ নং ওয়ার্ডে একটি ছোট্ট মাঠে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ দিতে এই উদ্যোগ  লালপুর যুব সম্প্রদায়ের।আজকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে  ধুলিয়ান পৌরসভার প্রাক্তন   প্রশাসক মেহেবুব আলম জানান  - মাঠের অভাব হলেও তাদের মনের অভাব কমেনি। তাই তারা একটি ছোট্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন  করেছে এই লালপুর এলাকায় -আশা করছি আগামী দিনে লালপুর ইউনাইটেড ক্লাব  বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট করতে পারে।