বিশ্ব শৌচাগার দিবস পালন বীরভূম জেলায়
সেখ রিয়াজুদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
বিশ্ব শৌচালয় দিবস পালন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ১৯ শে নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস। সেই উপলক্ষে দিনটি সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে।সেই হিসেবে খয়রাশোল ব্লকের নাকরাকোন্দা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার সহযোগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় নাকড়াকোন্দা গ্রাম এলাকায়।উপস্থিত ছিলেন নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা গন, সমাজসেবী কাঞ্চন দে, পঞ্চায়েতের সেক্রেটারি স্থানীয়, ভিআরপি সহ স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যদিকে লোকপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও অনুরূপ শোভাযাত্রা বের হয়। স্থানীয় গ্রাম এলাকা পরিক্রমা শেষে লোকপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠানে গিয়ে ও বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষকে শৌচালয় বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকুরানী মন্ডল, আইনজীবী সুনীল কুমার সাহা সহ ভিআর পি ও পঞ্চায়েত কর্মীবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে ভিআর পি রিক্তা ভট্টাচার্য জানান আজকের পদযাত্রা তথা কর্মসূচি সম্পর্কে।