সুপ্রভা এনজিওর সংস্থা উদ্যোগে উদযাপিত হলো শিশু দিবস।
সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার
প্রতিবছর ১৪ নভেম্বর সারা দেশজুড়ে পালিত হয় "জাতীয় শিশু দিবস"। এই একই দিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু। বহরমপুরের একটি এনজিও সংস্থা সুপ্রভা পঞ্চশিলা মহিলা সমিতির উদ্যোগে ধুলিয়ান কাঞ্চনতলা হাই স্কুল প্রাঙ্গণে পালিত হল "শিশু দিবস"। এদিন কাঞ্চনতলা হাই স্কুল প্রাঙ্গন থেকে শুরু করে ধুলিয়ান মেন রাস্তা হয়ে সামশেরগঞ্জ থানা পর্যন্ত - এই র্যালি। ধুলিয়ান বাণীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়, কাঞ্চনতলা জে. ডি জে ইনস্টিটিউশনসহ একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বিশেষ র্যালির মধ্য দিয়ে - ছাত্রছাত্রীরা হাতে প্লাকার্ড নিয়ে জনসাধারণকে সচেতনতার বার্তা দেওয়া হয় । CPW চাইল্ড প্রটেকশন ওয়ার্কার শর্মিষ্ঠা সরকার বলেন- প্রত্যেক শিশুর মন একটি অলিখিত সাদা কাগজের মতো, তাকে যেমন শিক্ষা দেওয়া হবে সে তেমনভাবেই গড়ে উঠবে। শিশুরা দেশের ভবিষ্যৎ, সুতরাং তাদেরকে অবহেলা করা, তাদের প্রতি অমনোযোগী হওয়ার অর্থ আসলে দেশের ভবিষ্যৎকেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। সুতরাং শৈশব থেকেই শিশুকে উপযুক্ত শিক্ষাদান এবং তাকে সুস্থ স্বাভাবিক একটি জীবনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আরও যা-কিছু করণীয় সেগুলি যথাযথভাবে গুরুত্ব সহকারে পালন করা উচিত। সেই কারণে শিশুদের অধিকার, যত্নসহকারে তার দেখাশোনা এবং অবশ্যই তার উপযুক্ত শিক্ষা বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করে তোলবার উদ্দেশ্যেই বিশেষ মর্যাদা সহকারে এই দিনটি পালন করা হয়ে থাকে। বারংবার মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় শিশুদের সময় দেওয়া, তাদের সুসভ্য মানুষ হিসেবে গড়ে তোলা একপ্রকার দেশসেবাই বটে।
যেমন শিশুদেরকে আনন্দদানের মধ্যে দিয়ে তাদের নানা বিষয়ে আগ্রহী করে তোলবার চেষ্টা করা হয় তেমনি শিশুদের জীবনকে গুরুত্ব সহকারে লালন করে গড়ে তোলার জন্য মানুষকে আরও উদ্যোগী হওয়ার কথা বলা হয় এমন বিবিধ উদযাপনের মাধ্যমে।
আজকের এই শিশু দিবস উদযাপনে - উপস্থিত ছিলেন ধুলিয়ান বাণীচাঁদ আগারওয়ালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি ঘোষ,কাঞ্চনতলা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাঃ আব্দুল হাই মাসুদ রহমান, কল্যান সরকার,CPW চাইল্ড প্রটেকশন ওয়ার্কার -শর্মিষ্ঠা সরকার , ধুলিয়ান পৌরসভার বিভিন্ন আধিকারিকগণ,ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ মন্ডল, এছাড়াও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।