শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালিন্দ্রীর পর কুমিরের দেখা মহানন্দায়, আতঙ্ক এলাকায়

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রোববার


গঙ্গা কালিন্দির পর কুমির মামার দেখা মিলল মহানন্দায়। ফের কুমিরের দেখা মিলল মালদহে। পুরাতন মালদহের চালসাপাড়া এলাকায় এ বার কুমির দেখা গিয়েছে । তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরের উপর কড়া নজরদারি চালাচ্ছেন । বন দপ্তর সূত্রে খবর, কালিন্দ্রী নদী থেকে কুমিরটি মহানন্দা নদীতে এসে পড়েছে। বন দপ্তরের কর্মীরা কুমিরটির গতিবিধির ওপর নজর রাখছেন বলে জানা গিয়েছে।

দু’দিন আগেই মানিকচকের কালিন্দ্রী নদীতে দেখা মিলেছিল কুমিরের। শুক্রবার সকাল ১০টা নাগাদ স্থানীয় বসিন্দারা কুমিরটিকে দেখতে পান। কুমিরটি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শরীরটাকে কিছুটা নদীতে কিছুটা পাড়ে রেখে রোদ পোহাচ্ছিল। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মুহূর্তেই এলাকার লোকজন এসে জমা হন কাঞ্চনতলা এলাকায়। খবর দেওয়া হয় মানিকচক পুলিশ, ব্লক প্রশাসন ও বন দপ্তরকে। খবর পাওয়া মাত্রই সমস্ত বিভাগের আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে। বন দপ্তর সূত্রে জানা যায়, এটি মিষ্টি জলের কুমির।