অনুপনগর হাসাপাতালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর্বজনা,বিপাকে রোগীরা।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রোববার
অনুপনগর হাসাপাতালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর্বজনা,বিপাকে রোগীরা।
মুর্শিদাবাদ, সাগর আলি
ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা! কিন্তু সামশেরগঞ্জের ধুলিয়ান অনুপনগর স্বাস্থ কেন্দ্রের এঁকে বারেই নাজোহাল অবস্থা। হাসপাতাল চত্তরে দেখা যাচ্ছে যে বেশ কিছু নোংরা আবর্জনা।আর এই নোংরা আর্বজনার বলে যে কোনো রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।যার ফলে হাসপাতালে আশা রোগিদের দাবী যে আমরা রোগি নিয়ে আসছি কিন্তু রোগি নিয়ে আসতে না আসতেই হাসপাতালের জানালা গুলোই অনেক নোংরা আবর্জনা।যার ফলে তারাও বিপাকে পড়ছে।যদিও হাসপাতালে চত্তর সহ বাইরেও ছড়িয়ে ছিতিয়ে রয়েছে নোংরা।রোগিদের দাবী যেন খুব দ্রুত সেখান থেকে নোংরা আবর্জনা করা হোক।নাহলে সব মানুষজন যে কোনো রোগে আক্রান্ত হতে পারে।কি বলেছেন তারা শুনুন।