ইস্টার্ন রেলওয়ে মেন`স কংগ্রেসের প্রতিবাদ মিছিল, রামপুরহাটে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৫ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
ইস্টার্ন রেলওয়ে মেন'স কংগ্রেসের প্রতিবাদ মিছিল, রামপুরহাটে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ইস্টার্ন রেলওয়ে মেন'স কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সমগ্র ইস্টার্ন রেলওয়ে ব্যাপী ১১ নভেম্বর একযোগে মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার বিকেলে ইস্টার্ন রেলওয়ে মেন'স কংগ্রেস রামপুরহাট শাখার উদ্যোগে বিভিন্ন দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে রামপুরহাট রেলস্টেশন এলাকায় মিছিল সহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইস্টার্ন রেলওয়ে মেন'স কংগ্রেসের সহকারী সাধারণ সম্পাদক পুলক রায়ের নেতৃত্বে রেল কর্মীরা সমবেত হয়ে রামপুরহাট রেল কোয়ার্টার এলাকা জুড়ে এক প্রতিবাদ মিছিল বের করে এবং রামপুরহাট ইঞ্জিনিয়ারিং অফ ওয়ার্কস তথা বাস্তুকার অফিসারের কোয়ার্টার সংলগ্ন স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে প্রতিদাব হিসেবে বলেন যে, রেল কর্মীদের জন্য যে কোয়ার্টার বরাদ্দ তাহা বিট্রিশ আমলের তৈরি। সেগুলো ঠিকমতো রিপেয়ারিং করা হয় না, বাথরুম ভালো নেই, জলের ব্যবস্থা নেই এককথায় বসবাসের অনুপোযোগী। অথচ পাশেই অফিসারদের জন্য বরাদ্দ ঝাঁ চকচকে বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু। সংগঠনের পক্ষ থেকে আরো দাবি করা হয় অবিলম্বে কোয়ার্টার গুলি বসবাসের উপযোগী করে তুলতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠন।