গঙ্গা তীরবর্তী যুবক যুবতিদের গঙ্গাদূত প্রশিক্ষণ শিবির।
মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার
গঙ্গা তীরবতী এলাকার যুবক যুবতিদের নিয়ে মালদা জেলা নেহেরু যুব কেন্দ্রের তরফে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত নাজিরপুর হাই স্কুল প্রাঙ্গনে মালদা জেলা নমামী গঙ্গের গঙ্গাদূতদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত।
এদিন নাজিরপুর অঞ্চলের প্রায় কয়েকশো যুবক-যুবতি দুই দিনের গঙ্গা দূষন নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহন করেন।উপস্থিত ছিলেন মালদা জেলা নমামী গঙ্গের জেলা প্রকল্প আধিকারিক সব্রত দাস,আলম শেখ,আবদুল্লা ইসলাম সহ অনান্যরা।মূলত,গঙ্গা নদীর জল দূষন রুখতে।গঙ্গা নদীর তীরবর্তী এলাকার যুবক-যুবতিদের প্রশিক্ষণ দেওয়া হয়।গঙ্গানদীর জল দূষন বন্ধ করা।জল অপচয় বন্ধ করা সহ বিভিন্ন দিক তুলে সাধারণ মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য।পাশাপাশি প্রশিক্ষণের শেষে সকল গঙ্গাদূত সদস্যদের শংসাপএ প্রদান করা হবে মালদা জেলা নমামী গঙ্গের তরফে।