বিএসএফ-এর
মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের ডিআইজির অবসর
প্রেস ইনফরমেশন ব্যুরো
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার
কলকাতা, ০১ জানুয়ারী, ২০১৯ বিএসএফ-এর মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের ডিআইজি কে এন সুয়াল গতকাল অবসর গ্রহণ করেছেন। এই উপলক্ষ্যে তাঁকে বাহিনীর পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। শ্রী সুয়াল ১৯৮০ সালে বিএসএফ-এ যোগ দেন। সুদীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে তিনি একাধিক সীমান্ত এলাকা, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিএসএফ-এর সদর দপ্তর এমনকি রাষ্ট্রসঙ্ঘের একাধিক মিশনে কাজ করেছেন। উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে রাষ্ট্রপতির পুলিশ পদক দিয়ে এবং ২০১৭ সালে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক দিয়ে তাঁকে সম্মানিত করা হয়। মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা তাঁকে এক আবেগঘন মূহুর্তে বিদায় সম্বর্ধনা দেন। সম্বর্ধনা অনুষ্ঠানে শ্রী সুয়ালকে স্মারক উপহার দেওয়া হয়।