২০২২ এর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড।
ছবি: গুগল থেকে নেওয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার
রাত পোহালেই ২০২২ এর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। টি -টোয়েন্টি আয়োজিত অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। পাকিস্তান ব্যাটসম্যান ফখার জামানের চোট পাওয়ার ফলে নতুন করে সুযোগ পেয়েছে ১৫ জন সদস্য রিজার্ভে থাকা মারকুটে ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। শেষ দুটি ম্যাচে ঝড়ো ইনিংস খেললেও সেমিতে সেরাটাই দেখতে চাইছে পাক ক্রীড়া -প্রেমীরা। পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন বাবর আজাম রান না পাওয়ায় অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমকে । উল্লেখিত যে শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে অনেকটাই ফর্মে ফেরে পাকিস্তানের পেস বোলার শাহিন- শাহ আফ্রিদি।আগামীকাল অর্থাৎ সেমিফাইনালের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে মরিয়া পাক - শিবির । আদৌ কি সেমি-ফাইলানের সেরাটা কি দিতে পারবে বাবরের দল, তাকিয়ে পাক সমর্থকরা । অন্যদিকে পাকিস্তানের স্পিনার বোলার তথা ভাইস ক্যাপ্টেন -সাদাব খান - ব্যাটিং, বোলিং ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমির দোরগড়ায় পৌঁছেদেয় পাকিস্তান টিমকে । কিন্তু অন্যদিকে বাবরের পাকিস্তানকে হারাতে জোর কদমে মাঠে প্রস্তুতি কিউয়িদের।এবার কার হাতে উঠবে ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি?