বাদামি শোষক পোকার আক্রমণে ঝলসে যাচ্ছে ধান।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:১৬ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার
বাদামি শোষক পোকার আক্রমণে ঝলসে যাচ্ছে ধান।
মানিকচক;বাদামি শোষক পোকার আক্রমণে মাথায় হাত ধান চাষির।পোকার আক্রমণে মানিকচকির বিঘার পর বিঘা জমির স্বর্ণা ধান ক্ষতির মুখে।বাদামি শোষক পোকার আক্রমণে মাএ কয়েকদিনের মধ্যেয় জমির ধানগাছ পুড়ে ফ্যাকাশে রং ধারণ করছে।দেখে মনে হবে কেউ বা কারা শত্রুতা করে বাইরে থেকে কীটনাশক প্রয়োগ করে এমন হাল করেছে ধানের।তবে কৃষক অধিকর্তাদের দাবি,বিষ প্রয়োগ নয়।বিপিএইচ পোকার আক্রমণে এই দশা ধানের। উল্লেখ্য, মানিকচকের এনায়েতপুর মিরা গ্রামের ভাগচাষি শেখ খোকা আট বিঘা জমি ভোটা টাকার বিনিময়ে লিজে নিয়ে পাঁচ বিঘা জমি স্বর্ণা ধান চাষ করেন।গত সপ্তাহে জমিতে গিয়ে দেখেন তার পুরো জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।স্থানীয় মহজিদের আট বিঘা জমি নিলামের মাধ্যমে দুই বছরের জন্য চাষের জন্য লিজে নিয়েছেন তিনি।নিলামের মাধ্যমে জমির লিষ্ট নেওয়ার সময় কয়েকজনের সঙ্গে তাঁর বচসা হয়েছিল।শেখ খোকার সন্দহ হয় কেউ বা কারা জমির বাইরে থেকে কীটনাশক প্রয়োগ করে জমির ধান নষ্ট করে দিয়েছে।এবিষয়ে মানিকচক থানায় অভিযোগও জানিয়েছিলন তিনি।এবিষয়ে কৃষি দপ্তরেরও জানিয়েছিলেন তিনি।এরপরেই ঘটনা খতিয়ে দেখতে শুরু করেন কৃষি আধিকারিকেরা।তাঁদের দাবি,কোন কীটনাশক প্রয়োগে নয়,বাদামি শোষক পোকার আক্রমণে জমির ধানের এই অবস্থা।