ফটোগ্রাফির উপর সেমিনার,সিউড়ি বিদ্যাসাগর কলেজে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ৬ নভেম্বর ২০২২ রোববার
ফটোগ্রাফির উপর সেমিনার,সিউড়ি বিদ্যাসাগর কলেজে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সিউড়ি বিদ্যাসাগর কলেজের আই কিউ এ সি ও মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ফটোগ্রাফির উপর শনিবার একদিনের একটি সেমিনারের আয়োজন করা হয়। এদিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিকন এক্সপার্টাইজ ও বিশিষ্ট চিত্রগ্রাহক কল্লোল মুখার্জি। তিনি একটি পিপিটির মাধ্যমে পরিবেশন করে দেখান কিভাবে আমরা পরিবেশ সংরক্ষণের সাথে সাথে সচেতনতা বৃদ্ধিতে ফটোগ্রাফি বা স্থিরচিত্রকে একটি সফল মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি।উক্ত বিষয়ের উপর আলোকপাত করেন।পরবর্তী পর্যায়ে নিকন থেকে আগত তিন বিশেষজ্ঞ তাদের ক্যামেরার ডেমনস্ট্রেশন এবং হাতেনাতে তার ব্যবহারিক দিকগুলো সম্পর্কে ছাত্র ছাত্রীদের সাথে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন পরিচালনা করেন। সেই সাথে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এদিন একটি ফটোগ্রাফি এক্সিবিশন বা চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে।এদিন চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন সিউড়ি বিদ্যাসাগর কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। চিত্র প্রদর্শনী থেকে তিনটি ছবিকে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে চিহ্নিত করে স্বীকৃতি প্রদান করা হয়।