সিউড়ি পৌর মজদূর কংগ্রেসের ডেপুটেশন প্রদান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
সিউড়ি পৌর মজদূর কংগ্রেসের ডেপুটেশন প্রদান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার সিউড়ি পৌরসভায় কর্মরত অস্থায়ী কর্মীদের নিয়ে সিউড়ি পৌরসভায় পৌর প্রধানের নিকট ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার।জাতীয় কংগ্রেস দলের শ্রমিক সংগঠন আইএন টি ইউ সি অনুমোদিত পৌর মজদূর কংগ্রেসের পক্ষ থেকে সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় পৌরসভার চেয়ারম্যান অঞ্জন কর এর নিকট। এদিন শতাধিক পৌর মজদুর সংগঠনের কর্মী জেলা স্কুল মাঠ থেকে তাদের বিভিন্ন ধরনের দাবি সম্বলিত প্লাকার্ড ব্যানার সহযোগে মিছিল করে মসজিদ মোড় হয়ে সিউড়ি পৌরসভার প্রাঙ্গণে জমায়েত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।সাত দফা দাবি সম্বলিতর মধ্যে ছিল পৌরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ী করণ,সাফাই কর্মীদের বাসস্থান,প্রভিডেন্ট ফান্ড চালু,সকল স্তরের কর্মীদের পেনশন ও সামাজিক সুরক্ষার আওতাভুক্ত করা,সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অস্থায়ী কর্মীদের ও সম কাজে সমবেতন ইত্যাদি সাত দফা দাবি পেশ করা হয় পৌর প্রধানের নিকট। এদিনের ডেপুটেশন প্রদান সভায় জেলা আইএনটিইউসি সভাপতি তথা পৌর মজদুর কংগ্রেসের সভাপতি মৃণাল বসু ও সহ-সভাপতি রথিন সেন প্রমুখ নেতৃত্ব কর্মীদের সমর্থনে বক্তব্য রাখেন । এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাধন দাস, পূজা মাহারা, দীপক কাহার, কেষ্ট দাস প্রমুখ।পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেন যে পৌর প্রতিনিধিদের সাথে আলোচনা করে আগামী বোর্ড মিটিং এ সংগঠনের দুজন প্রতিনিধিকে ডাকা হবে বলে সংগঠনের সূত্রে জানা যায়।