মালদাহের আকাশে সাপ্তাহিক হেলিকপ্টার পরিষেবা বন্ধ ফের উড়ুকার হেলিকপ্টার চাইছে জেলা বাসি।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১৪ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
মালদাহের আকাশে সাপ্তাহিক হেলিকপ্টার পরিষেবা বন্ধ ফের উড়ুকার হেলিকপ্টার চাইছে জেলা বাসি।
মালদা:৩৫০ একর জমির উপর রয়েছে মালদ বিমানবন্দর। ১৯৮০ সালের দিকে এখানে ছোট বিমান পরিষেবা চালু ছিল। বাম জামানার অবসানের পর রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন পুনরায় সেই পরিষেবা চালু করার। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই কলকাতা বালুরঘাট ভায়া মালদা সাত আসনের সাপ্তাহিক হেলিকপ্টার পরিষেবা চালু হয়। তৈরি হয় নতুন রানওয়ে। কিন্তু এখন সব ইতিহাস। প্রায় কয়েক বছর হতে চলল আকাশে দেখা যায়নি হেলিকপ্টার। তবে অবশ্য নেতা মন্ত্রীরা আসলে হেলিকপ্টার নামে মালদার বিমানবন্দরে। কিন্তু সাপ্তাহিক হেলিকপ্টার পরিষেবা বন্ধ কয়েক বছর ধরে। ফলে ব্যবসা-বাণিজ্য এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রেও নানারকম সমস্যার ক্ষেত্রে পড়তে হচ্ছে মালদা বাসিকে, জানালেন জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। তিনি আরো জানান জেলাবাসীর স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে পুনরায় যাতে এই হেলিকপ্টার পরিষেবা চালু হয় তার জন্য প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবেন।