চলন্ত বাস থেকে পরে মৃত্যু হলো এক ব্যক্তির
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১০ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
চলন্ত বাস থেকে পরে মৃত্যু এক হলো এক ব্যক্তির
চলন্ত বাস থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের পরে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার বেলা নটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সঙ্গলগ্ন এলাকায়।পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মোস্তাক আহমেদ(৫০)। তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার সংগ্রামপুর। জানা গিয়েছে, এদিন ফারাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলো যাত্রীবাহী সরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি ব্রেক করতেই সঙ্গে সঙ্গে খোলা গেট দিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাসের নীচে পরে যান তিনি। তারপরে কার্যত ওই বাসেই চেপে যায় তার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মহেসাইল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনা ঘিরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। বাস থেকে পড়ে দুর্ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সরকারি বাসটিকে আটক করেছে পুলিশ।