দুয়ারে সরকার কর্মসূচীর আয়োজন দুবরাজপুর পৌরসভার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
দুয়ারে সরকার কর্মসূচীর আয়োজন দুবরাজপুর পৌরসভার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আসন্ন ২০২৩ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েতের নির্ঘন্ট বাজতে না বাজতেই কমবেশি সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ও এবারে পঞ্চম দফায় দুয়ারে সরকার কর্মসূচি সাজিয়ে তোলা হয়েছে। গতকাল ১ নভেম্বর থেকে রাজ্য ব্যাপী শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প,চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত । দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এবার ২৭ টি প্রকল্পের সরাসরি সুবিধা পাবেন উপভোক্তারা। বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। প্রত্যন্ত এলাকার মানুষের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবারের ক্যাম্পে। বুধবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় দুয়ারে সরকার ক্যাম্প বসে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের পালকি অনুষ্ঠান ভবনে।দুয়ারে সরকার ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি সরেজমিনে তদারকি ও করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার বনমালী ঘোষ ও মানিক মুখার্জি সহ পৌরসভার কর্মীরা।