জাতীয় পতাকার আদলে সেজে উঠেছে জগদ্ধাএী পুজোর প্যান্ডেল।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৯ এএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
জাতীয় পতাকার আদলে সেজে উঠেছে জগদ্ধাএী পুজোর প্যান্ডেল।
পার্থ ঝা,মানিকচক;
প্রতিবছরের মতো এবছরো জাঁকজমক অনুষ্ঠিত হচ্ছে মালদার মানিকচকের মথুরাপুর ইউনাটেড ইয়ংস ক্লাবের জগদ্ধাএী পুজো।প্রতিমা থেকে মন্ডপ সজ্জায় জাতীয় পতাকার তিরঙ্গা তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা।জানা গেছে,দেশের ৭৫ তম স্বাধীনতাকে সামনে রেখে জাতীয় পতাকার আদলে মন্ডপ সাজিয়ে তুলেছেন পুজো কমিটি।এবছর প্যান্ডেলের উচ্চতা ৭৫ ফিট।পাশাপাশি প্রতিমাতেও তিন রঙ্গের ছোঁয়া রয়েছে।
মানিকচকের অন্যতম জগদ্ধাএী পুজো মথুরাপুর ইউনাইটেড ইয়ংস ক্লাবের পুজা।পুজো কমিটির তরফে জানা গেছে,এবছর তাদের পুজোর বাজেট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।প্রতিবছরের মতো এবছরও নজরকাড়া রয়েছে পুজা মন্ডপ ও আলোকসজ্জা।জাতীয় পতাকার তিন রঙ্গের আদলে রয়েছে মন্ডপ সজ্জা।পুজোকে কেন্দ্র করে চারদিন থাকছে নানান সাংস্কৃতিক ও বিচিত্রা এবং সামাজিক অনুষ্ঠান পাশাপাশি নরনারায়ণ সেবায় অনুষ্ঠান হয়।