শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আকাশ পরিষ্কার, দার্জিলিং কার্শিয়াং কালিংপং থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার

আকাশ পরিষ্কার, দার্জিলিং কার্শিয়াং কালিংপং থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার


শুক্রবার আকাশ পরিস্কার থাকায় দার্জিলিং কার্শিয়াং কালিংপং থেকে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাওয়া গিয়েছে। বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের আড়ালে লুকিয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা। তবে শুক্রবার আকাশ পরিস্কার ও রৌদ্রজ্জ্বল থাকায় দেখা মিলেছে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার।


সারা বছরই দার্জিলিঙে পর্যটকদের সমাগম হয়ে থাকে, শুক্রবার দিন তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা কে দেখতে অনেকেই পাড়ি দেন শৈল শহরে। যদিও বর্ষাকাল আদর্শ নয় দার্জিলিঙে ভ্রমণের ক্ষেত্রে, কিন্তু এই বছর বর্ষাকাল দার্জিলিং এ পর্যটকদের সমাবেশ চোখে পড়ার মতো। করোনা আবহাওয়া কাটিয়ে দার্জিলিংয় জমজমাট রয়েছে।


গ্রীষ্মকালে দর্শন পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, বর্ষাকালে সাধারণত আকাশে মেঘ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলেনা। তবে পাহাড়ের আবহাওয়া বড়ই খামখেয়ালি, শুক্রবার দিন আকাশ পরিষ্কার ও রোদ্রউজ্জ্বল থাকায় বেশ গরম অনুভূত হয়েছে দার্জিলিঙে, দেখা মিলেছে বহু কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘার।