উত্তরবঙ্গে চলছে দাবদাহ, স্কুলের সময় পরিবর্তন করার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন শংকর ঘোষ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার | আপডেট: ০৮:৫০ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার

উত্তরবঙ্গে চলছে দাবদাহ, স্কুলের সময় পরিবর্তন করার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন শংকর ঘোষ
উত্তরবঙ্গে প্রচন্ড দাবদাহ চলছে, আলিপুরদুয়ার কোচবিহার ,মালদায় তাপমাত্রার পারদ সাংঘাতিকভাবে উর্ধ্বমুখী। উত্তরবঙ্গের অন্যান্য জায়গাতেও তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে।স্কুল পড়ুয়াদের এই প্রচন্ড গরমের মধ্যে স্কুলে যেতে হচ্ছে, অনেকে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে কে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলি সকালে হওয়ার ক্ষেত্রে আবেদন জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে লিখেছেন যে কোন দেশের ভবিষ্যৎ সেই দেশের ছাত্র-ছাত্রীরা। তবে উত্তরবঙ্গে বর্তমানে যে প্রচন্ড পরিমাণে গরম চলছে, অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে স্কুলের সময় যদি সকালে নিয়ে আসা হয় তাহলে ছাত্র-ছাত্রীদের কিছুটা হলেও সুবিধা মিলবে।
উত্তরবঙ্গে গত মার্চ থেকে জুলাই মাস শুরু পর্যন্ত ভালই বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টি কমতে গোটা উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী। বর্ষাকালেও মিলছে গ্রীষ্মের আমেজ। বর্ষাকালেও গ্রীষ্মের দাবদাহের কবলে গোটা উত্তরবঙ্গে। শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ছুঁই ছুঁই , অনেক বছর বাদে ভয়ংকর গরমের মুখোমুখি উত্তরবঙ্গবাসী। স্কুলের ছাত্র-ছাত্রীদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে অন্তত এক সপ্তাহ যাতে মর্নিং সেশনে স্কুল হয় সেই বিষয়ে আবেদন জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির বিধায়ক শংকর ঘোষ।