সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত বাংলাদেশ দু`দেশের মধ্যে আমদানি রপ্তানি আরো উন্নতি, সীমান্তবর্তী এলাকায় শিক্ষা স্বাস্থ্য এবং একটি মসজিদ গড়ে তোলার লক্ষ্য

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২১ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার

মালদা: ভারত বাংলাদেশ দু'দেশের মধ্যে আমদানি রপ্তানি আরো উন্নতি, সীমান্তবর্তী এলাকায় শিক্ষা স্বাস্থ্য এবং একটি মসজিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত হল মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। বুধবার দুপুরে ইংলিশ বাজার ব্লকের মহদিপুর স্থল বন্দর এলাকায় এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব সভাকক্ষে আয়োজন করা হয়েছিল বার্ষিক সাধারণ সভার। এদিন এই বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে 
নতুন কমিটি গঠন করা হয় আগামী তিন বছরের জন্য। ১৫ জন সদস্য নিয়ে নতুন এই কমিটি গঠন হয়। সম্পাদক নির্বাচিত হন প্রসেনজিৎ ঘোষ। তার পাশাপাশি এদিন এই বার্ষিক সাধারণ সভায় বিগত দিনের আয় ব্যয় এবং বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, সকল সদস্যের উপস্থিতিতে আজ বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হল। দু দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও উন্নতি করা, শিক্ষা স্বাস্থ্য এবং একটি মসজিদ গড়ে তোলা সহ আগামিতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে তাদের। তার পাশাপাশি বছরের প্রতিদিনই ব্যবসা বাণিজ্য উন্নতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আয়োজন করে থাকে তারা।