সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়ার্ডকে জঞ্জাল মুক্ত করতে এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অভিযানে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার

ওয়ার্ডকে জঞ্জাল মুক্ত করতে এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অভিযানে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার


পহেলা জুলাই থেকে শিলিগুড়িতে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়ে গিয়েছে। আজ শিলিগুড়ি পুরো নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন ওয়ার্ড কে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত করতে অভিযানে নামেন।

এদিন তিনি নর্মদা বাগান এলাকায় ময়লা আবর্জনা খেলবার জন্য বালতি প্রদান করেন। এই বিষয় তিনি ওয়ার্ডের মহিলাদের কাছে অনুরোধ করেন ,তারা যাতে বাইরে আবর্জনা না ফেলে বালতির মধ্যে আবর্জোনা  ফেলেন। এরপর তিনি চম্পা সাড়ির সবজি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। তিনি ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন তারা যেন কোনভাবেই প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করে।

এই প্রসঙ্গে কাউন্সিলার দিলীপ বর্মন জানান পরিবেশকে দূষণমুক্ত করতে হলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ রাখতেই হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক কোনভাবেই ব্যবহার করা চলবে না।