অভিনব কায়দায় বেআইনি মদ পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল মালদা জিআরপি।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার
মালদা,৪ জুলাই : অভিনব কায়দায় বেআইনি মদ পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল মালদা জিআরপি।
আমের কার্টুনে ভরে বিহারে মদ পাচারের চেষ্টা করছিল ধৃত ২ যুবক বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালালে ১৫টি কার্টুন উদ্ধার হয়। আমের পেটির নিচে বিভিন্ন কোম্পানির বেআইনি মদ ট্রেনে করে পাটনা পাচারের চেষ্টা চালাচ্ছিল মাদক কারবারিরা।
রবিবার রাতে বেআইনি মদ সহ ২ যুবককে গ্রেফতার করে মালদা জিআরপি।
উদ্ধার হওয়া মদের বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
জানা গিয়েছে ধৃত দুই যুবকের নাম, পঙ্কজ কুমার (১৮) এবং রোশন কুমার (১৯)। বাড়ি বিহারের পাটনা এলাকায়।
মালদা জিআরপির আইসি প্রশান্ত রায় বলেন, মালদা থেকে পাটনা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মালদা রেলস্টেশনে আমের কার্টুনে করে মদ মজুদ রাখা ছিল। পাটনা এক্সপ্রেসে করে ওই মদ গুলি নিয়ে যাওয়া হত বিহারের পাটনা এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে আমের কার্টুন তল্লাশি করে দেখা যায় প্রচুর পরিমাণে মদ রয়েছে। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
এই ঘটনায় আরো কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে মালদা জিআরপি।