শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার জাতীয় স্তরে মালদহের চাঁচলকে সাফল্য এনে দিলো পাঁচ বছরের ক্ষুদে সুচরিতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২ জুলাই ২০২২ শনিবার

মালদাঃ-  এবার জাতীয় স্তরে মালদহের চাঁচলকে সাফল্য এনে দিলো পাঁচ বছরের ক্ষুদে সুচরিতা। জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক পেয়ে নজর কাড়ল মালদহের চাঁচলের পাঁচ বছরের খুদে সুচরিতা হালদার।


 ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত ২৬ ও ২৭ জুন ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৬ থেকে ৮ বছর বয়সী শিশুদের বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছে সুচরিতা ওরফে সাঁই। ওই বিভাগে এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৬ জন অংশ নিয়েছিল। অংশ নিয়েছিল দেশের বিভিন্ন রাজ্যের হাজারেরও বেশি খুদে প্রতিযোগী। তার মধ্যে সুচরিতার সাফল্যে উচ্ছ্বসিত চাঁচল মহকুমার মানুষ। উত্তরবঙ্গের একমাত্র সুচরিতাই পদক পেয়েছে বলে জানা গিয়েছে। দেহশ্রী ব্যায়ামাগারে ছোট থেকেই যোগের প্রশিক্ষণ নিত সুচরিতা। বৃহস্পতিবার বাড়ি ফিরতেই তাকে বাড়ি গিয়ে সংবর্ধনা জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন।