পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গ স্টেট হজ কমিটির উদ্যোগে প্রশিক্ষণ দেয়া হলো হজযাত্রীদের।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২১ মে ২০২২ শনিবার
মালদা,২১ মে : পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গ স্টেট হজ কমিটির উদ্যোগে প্রশিক্ষণ দেয়া হলো হজযাত্রীদের।
শনিবার সকাল ১১ টা নাগাদ মালদা কলেজ অডিটরিয়ামে প্রশিক্ষণের
আয়োজন করা হয়।
করোনা কালে গত দুই বছর বন্ধ ছিল হজযাত্রা। করোনা কাটিয়ে এই বছর হজ যাত্রার জন্য মালদা জেলা থেকে প্রায় এক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। তার মধ্যে প্রায় ৭০০ জন যাবেন হজ যাত্রায়। এদিন প্রশাসনের উদ্যোগে হজযাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে তাদের টিকাকরণ করা হবে। এবছর করোনা না থাকলেও করো না বিধি মেনে হজযাত্রা করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিভাবে হজ যাত্রায় যাবেন, কি খাওয়া-দাওয়া করবেন, কিভাবে সেখানে চলাফেরা করবেন সমস্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় হজযাত্রীদের।
সংখ্যালঘু দপ্তরের আধিকারিক মনিরুদ্দিন ফারুকী বলেন, গত দুই বছর করোনার জন্য হজযাত্রা বন্ধ ছিল। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ স্টেট হজ কমিটির উদ্যোগে প্রায় জেলার প্রায় ৭০০ জন হজযাত্রীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাদের টিকা করন করা হবে।