কালিয়াচকে ডাম্পার কন্টেইনার সংঘর্ষ আহত ড্রাইভার
মোহাম্মদ মহসীন আলী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
কালিয়াচক থানার জালালপুর নিচের কান্দি এলাকায় সোমবার সকালে একটা ডাম্পারের সঙ্গে কন্টেনারের ধাক্কায় ডাম্পারের ড্রাইভার গুরুতর আহত হন । স্থানীয় লোকজন ও কালিয়াচক ট্রাফিক পুলিশের সহযোগিতায় ড্রাইভারকে উদ্ধার করা হয়। পরে ডাম্পারের ড্রাইভারকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতলে পাঠানো হয়। কালিয়াচকথানারপুলিশএবং পি ডাবলু কর্মরত অফিসাররা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন।