সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীলংকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড! 

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-২০ নারী বিশ্বকাপের আগে খেলা প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছে আয়ারল্যান্ড। একইসঙ্গে তারা বার্তা দিয়ে রাখলো যে বিশ্বকাপে তাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই।

অথচ এই আয়ারল্যান্ডকেই টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। গত রবিবার (৪ নভেম্বর) গায়ানায় প্রস্তুতি ম্যাচেও আয়ারল্যান্ড ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাঘিনীরা। আর সেই আয়ারল্যান্ডই বিশ্বকাপ শুরুর আগে শ্রীলংকাকে হারিয়ে আলোচনায় উঠে এলো। 

বুধবার (৭ নভেম্বর) অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে বোলিং নেয় আয়ারল্যান্ড। আইরিশ বোলারদের সামনে দিশেহারা শ্রীলংকা ১৮ ওভার ২ বলে মাত্র ৮৫ রানে অলআউট হয় জবাবে আয়ারল্যান্ড ১৩ ওভার ২ বলেই মাত্র ২ উইকেট হারিয়ে দারুণ এক জয় পায়।  

দলীয় ৯ রানে শ্রীলংকার প্রথম উইকেট পড়লেও এক পর্যায়ে তারের স্কোর ছিল ২ উইকেটে ৬৬ রান। সেখান থেকেই শুরু হয় ভয়ানক ব্যাটিং ধস। মাত্র ১৯ রান যোগ করতেই তারা শেষ ৮ উইকেট হারায়। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান জয়াঙ্গানি (১৪), পেরেরা (৩১) এবং শ্রীবর্ধনে (১২) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। 

আইরিশ বোলারদের মধ্যে মারটিজ ১ ওভার ২ বল করে মাত্র ১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট! এছাড়া র‍্যাক পান ২ উইকেট।

জবাবে আয়ারল্যান্ড মাত্র ২ রানের মাথায় জয়েসকে হারালেও উদ্বোধনী ব্যাটার শিলিংটনের ৩৯ বলে ৭ চারের মারে অপরাজিত ৫০ এবং তাকে সঙ্গ দেয়া লুইস (১২) এবং ডেলানিকে (১৫) নিয়ে সহজেই দলের জয় নিশ্চিত করেন। 

অপর প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছে ভারত। নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

 

আরএস