জেলার জগত বিখ্যাত আমের পর এবার লিচু।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৩ মার্চ ২০২২ রোববার
মালদা: জেলার জগত বিখ্যাত আমের পর এবার লিচু। বিদেশের বাজারে লিচু পাঠানোর পরিকল্পনা জেলা উদ্যানপালন দপ্তরের। ৩০ হেক্টর জমিতে বাড়ানো হচ্ছে লিচু চাষ। তবে সবটাই নির্ভর করছে জেলার আবহাওয়ার ওপর। এখনো পর্যন্ত জেলার আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল। এমনটাই জানা গেছে জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে।
চলতি মরশুমের শীত বিদায় নেওয়ার সময় মালদা জেলায় বৃষ্টিপাত লিচু চাষের পক্ষে অনেকটাই সহায়ক হয়েছে। চলতি মরসুমে লিচু বাগানে যে হারে মুকুল আসতে শুরু করেছে রেকর্ড ফলনের সম্ভাবনা করছেন জেলার লিচু চাষীরা। গতবছর জেলায় বেশকিছু বাগানের তেমন লিচুর ফলন হয়নি, এবছর সে সমস্ত বাগান গুলিতেও গাছে মুকুল ভরে উঠেছে। লিচু চাষীরা বলছেন, এবার আবহাওয়া ভালো এখনো বৃষ্টি হয়নি তাই এবার লিচু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা গাছের পরিচর্যা ইতিমধ্যে শুরু করেছি।
মালদা জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার কালিয়াচক ১ ২ ও ৩ নম্বর ব্লকে সবথেকে বেশি লিচু বাগান রয়েছে। এছাড়াও মানিকচক ইংরেজবাজার, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, ও রতুয়া ১ নম্বর ব্লকের লিচু চাষ হয়। জেলার অন্যান্য ব্লগগুলোতেও লিচু বাগান রয়েছে তবে তা খুবই কম। জেলায় মোট ১৫ হাজার ৬০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল গত বছর। গত বছর জেলায় লিচুর ফলন হয়েছিল ১৪ হাজার ২০০ মেট্রিক টন। কালিয়াচক ১ নম্বর ব্লকের সবথেকে বেশি লিচুর বাগান রয়েছে। এই ব্লকে মোট ৬৬২ হেক্টর জমিতে লিচু চাষ হয়। কালিয়াচক ৩ নম্বর ২৬০ হেক্টর জমিতে লিচু চাষ হয়। এছাড়াও জেলার অন্যান্য ব্লগগুলিতে লিচুর বাগান রয়েছে। উদ্যানপালন দফতরের পক্ষ থেকে চলতি মরসুমে নতুন করে আরও ৩০ হেক্টর জমিতে লিচু চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।