সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিগমা মিশন ফর গার্লস স্কুলের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ছাত্রীদের বিদায় উৎসব উপলক্ষে এক অনুষ্ঠান।

মোঃ আবুল কাশিম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ মার্চ ২০২২ রোববার

মোঃ  আবুল কাশিম ,কালিয়াচক:-সিগমা মিশন ফর গার্লস স্কুলের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ছাত্রীদের বিদায় উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করলেও তা অন্যদের থেকে আলাদা। তাঁদের আয়োজিত অনুষ্ঠানের অতিথি অনাথ ও পথশিশুরা। তাদের পেট ভরেছে মজাদার বিভিন্ন খাবারে।সিগমা মিশনের পক্ষ থেকে ১০০জন অনাথ শিশুকে বিভিন্ন পদের খাবার বিতরণ করা হয়। যে স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য গৃহহীন শিশুরা একটা ছাদ পেয়েছে, সেই সংগঠনের স্বদিচ্ছায় শিশুরা আজ সিগমা মিশনে আমন্ত্রিত।
মিশনের সম্পাদক তথা প্রধান শিক্ষক শেখ সাহাবুদ্দিন আলম বলেন,সবাই তো আমাদের মতো ভালো পরিবেশ পায় না। অনেক মানুষ আছে, যাদের সাহায্য দরকার। আমরা সেটাই করার চেষ্টা করছি।সিগমা মিশনের এই উদ্যোগ নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে।
মালদা জেলার বিশিষ্ট সমাজসেবক  তারাশঙ্কর জানিয়েছেন অনাথ শিশুদের প্রতি এদের মমতা, শ্রদ্ধা অসীম। এদিনের পর এখানকার শিশুরা মনে করছে, তাদের যত্ন নেওয়ার জন্য কেউ কেউ আছে। বিশিষ্ঠ সমাজসেবক তারাশঙ্কর রায় বলেন, আমাদের সবসময়ে মনে রাখা উচিত যে আমরা অনেকটাই ভাগ্যবান যে হাতের নাগালে অনেক কিছু পাই। যারা এসব সুযোগসুবিধা থেকে বঞ্চিত, তাদের যেন ভুলে না যাই আমরা। ওদের প্রতি করুণা নয়, প্রকৃত অর্থে যেন  সাহায্য করতে পারি তার ব‍্যাবস্থা করতে হবে আমাদের।