নবীন বরণ এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান l
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
মসাট,ডায়মন্ড হারবারঃদীর্ঘ করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের একঘেয়েমি কাটিয়ে তুলতে আজ সংগ্ৰামপুর তাবারকীয়া হাইমাদ্রাসা(উঃ মাঃ)তে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসাহের সঙ্গে সাঢ়রম্ভে অনুষ্ঠিত হলো।এদিন অনুষ্ঠানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের ভিড় ছিল উপচে পড়ার মতো তবে করোনা পরিস্থিতিকে মান্যতা দিয়ে।আজকের এই অনুষ্ঠান এমনভাবে বহিঃপ্রকাশ ঘটেছে যে করোনা পরিস্থিতি ছাত্র-ছাত্রীদের মানসিকতার মধ্যে যেন চাপা আর্তনাদ সৃষ্টি করেছে। যাইহোক আজকের অনুষ্ঠান সমস্ত ছাত্র-ছাত্রীদের মনে আনন্দের বাতাবরণ তৈরি করতে সমর্থ হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় ময়মুর আলী বৈদ্য মহাশয়কে সভাপতি নির্বাচিত করা হয় এবং স্বাগত ভাষণ দিয়ে সভার কার্যবিবরণী শুরু হয়।তারপর একের পর এক শিক্ষক মহাশয়দের বরণ পর্ব কার্যকর হয়।এই অনুষ্ঠানে ভাষ্যকর হিসেবে সঙ্গ দিয়েছেন ঐ প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের সহশিক্ষক মাননীয় আবু সুফিয়ান পাইক মহাশয়, শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন ভূগোল বিভাগের সহশিক্ষক মাননীয় মোঃহাবিবুল্লাহ মহাশয়,এরপর জাতীয় সংগীত সমবেত কন্ঠে উপস্থাপিত হয়। মিজানুর রহমান ও আবু সুফিয়ান পাইক মহাশয়ের তত্ত্বাবধানে সামাজিক নাটক "পণ প্রথা সামাজিক ব্যাধি" মঞ্চস্থ হয়,একসময় এমন পরিবেশ রচিত হয় যে উপস্থিত দর্শকদের মাঝে চোখ ছলছল করে ওঠে। সমগ্ৰ অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে সমস্ত বিভাগের উপস্থিত শিক্ষকগন সহযোগিতা করেন। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক বিষায়াদি যেমন গান, কবিতা, নাটক,মুখাভিনয়,গজল,
আজান, দেশাত্মবোধক গান,কেরাত প্রভৃতি বিভাগে অংশগ্রহণ করে এক আনন্দ মুখর পরিবেশ রচনা করে।এই বিষয়ে যোগ্য সঙ্গ দিয়েছেন মাদ্রাসার সহশিক্ষক ভূগোল বিভাগের ইমরান হোসেন সরদার ও পার্শ্ব শিক্ষক আতাহার হোসেন শেখ।দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক মহাশয়দের হাতে উপহার তুলে দিয়েছে।সর্ব দিক থেকে সহোযোগিতা করেছেন মাদ্রাসার সহশিক্ষক অনির্বাণ মণ্ডল,অভিজিৎ দাশ, অতনু মণ্ডল, মিজানুর রহমান লস্কর,আব্দুল্লাহিল মারুফ লস্কর,সৌগত চক্রবর্তী মহাশয় এবং অশিক্ষক কর্মচারী সুলতানুল আরেফিন,হাবিবুল ইসলাম মহাশয়সহ সর্বাঙ্গীন যোদ্ধা পুতুলবাবু ও মিড ডে মিল বিষয়ক প্রাত্যহিক রান্নার মাসিমারাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।আজ এই কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাঙ্গীন নিরলস প্রচেষ্টার হাত বাড়িয়ে দিয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় ময়মুর আলী বৈদ্য মহাশয়। সর্বোপরি ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ করেন আরবি বিভাগের বয়োজ্যেষ্ঠ সহশিক্ষক মৌলানা সৈয়দ আবদুল্লাহ মহাশয়। দোয়া শেষে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রধান শিক্ষক মহাশয় সহশিক্ষকদের নিয়ে নিজ তত্ত্বাবধানে দুপুরের ভোজন সম্পন্ন করেন। এমনকি প্রধান শিক্ষক আন্তরিকতার সঙ্গে নিজ হাতে ছাত্র-ছাত্রীদের তরিতরকারি পরিবেশন করেন। পরিবেশনের সময় প্রতিষ্ঠানের কিছু ছাত্ররাও শিক্ষক মহাশয়দের সাথে যোগ্য সঙ্গ দেয়। এমনকি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন "তোমরা যতো পারো আনন্দভরে খাওয়াদাওয়া করো।খাওয়ার মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকেও নজর রাখেন"। এইরকম কর্মকান্ডের জন্য ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকায় ব্যাপক খুশির বাতাবরণ তৈরি হয়েছে।