পাহাড়ের রাজনৈতিক দলগুলি এবার উঠে পড়ে লেগেছে তাদের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক দলগুলি এবার উঠে পড়ে লেগেছে তাদের প্রার্থী দেওয়ার জন্য দার্জিলিং পৌরসভা নির্বাচনে। কদিন ধরেই দার্জিলিং শহরে নানা গুজব ছড়িয়ে পড়ছিল যে এবার জোর লড়াই হবে দার্জিলিং পাহাড়ের আঞ্চলিক দলগুলির মধ্যে। ইতিমধ্যে তার আভাস পাওয়া গিয়েছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি সাংবাদিক সম্মেলন থেকে জানা গেল পাহাড়ে দার্জিলিং পৌরসভায় গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূল কংগ্রেস একজোটে লড়াই করবে আসন্ন পৌরসভার নির্বাচনে।
দার্জিলিং পৌরসভা নির্বাচনে 32 টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে এর মধ্যে 10 দশটি ওয়ার্ডে লড়বে তৃণমূল কংগ্রেস গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সমঝোতা হয়েছে
আসনগুলি নিয়ে। বাকি 22 টি আসনে নিজেদের প্রার্থী দেবে গোর্খা জনমুক্তি মোর্চা তাই এবার বিপুল সম্ভাবনা রয়েছে এই জোটের নির্বাচনী বৈতরণী পার হওয়ার। অন্যদিকে ভারতীয় প্রজাতান্ত্রিক গোর্খা মোর্চা ও এই নির্বাচনে লড়বে। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে গোর্খা জনমুক্তি মোর্চা প্রচার করবে অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রচার চালাবেন বলে জানা গেছে। দার্জিলিংয়ের পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে দশটি ওয়ার্ডে লড়বে তার তালিকা প্রকাশ করা হয়েছে ওয়ার্ড গুলি হল 1, 4 ,6 ,8 ,13, 14 ,18, 20 ,31, 32,
আজ শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয় কার্যালয় তৃণমূলের মুখপাত্র শ্রী অরূপ বিশ্বাস একটি সাংবাদিক সম্মেলন করেন ওই সম্মেলনে দার্জিলিং পৌরসভার তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেন সাংবাদিক সম্মেলনে শ্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।