রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমে তৃণমূলের তরফে যুব উৎসব পালন ও শববাহী গাড়ি উদ্বোধন

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

  তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে পালিত হল যুব উৎসব । ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনগরের লাউজোড় গ্রাম থেকে এই যুব উৎসবের সূচনা হয় । এরপর চন্দ্রপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর চন্দ্রপুর কমিউনিটি হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি প্রভৃতি পরিবেশিত হয়। আয়োজন করা হয় ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতার। পাশাপাশি এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডক্টর দিনবন্ধু বিশ্বাসের তত্ত্বাবধানে এই রক্তদান শিবির আয়োজিত হয়। প্রায় ৫০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। এদিন একটি শববাহী গাড়িরও উদ্বোধন করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী সাধু, চেয়ারম্যান সৌমিত্র সিংহ, সহ-সভাপতি রানা প্রতাপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এদিনের এই সমাবেশে গাড়ি উদ্বোধন বিষয়ে বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি শববাহী গাড়ির। এলাকার মানুষের সেই চাহিদার কথা ভেবে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু বিষয়টি বিধায়কের কাছে উত্থাপন করেন এবং বিধায়ক সব দিক খতিয়ে দেখে তাঁর নিজস্ব তহবিল থেকে এই গাড়িটি কেনার ব্যবস্থা করে দেন এবং  এই গাড়িটি উদ্বোধন করা হল।