সামনের চাকা ফেটে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে গেলো লরি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:১২ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
মালদা, ২২ জানুয়ারি । আচমকা একটি পণ্যবাহী লরি সামনের চাকা ফেটে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে গেলো। এই দুর্ঘটনায় জখম হয়েছে গাড়ির চালক এবং খালাসী । স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করান। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের রশিকপুর এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই পণ্যবাহী লরির সামনের কাঁচ ভেঙে গাড়ী চালক ও খালাসি কে উদ্ধার করে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের কুয়াশার মধ্যে ১২ চাকার একটি লরি চাল বোঝাই করে গাজোল থেকে সামসি যাচ্ছিল। ৮১ নং জাতীয় সড়ক রশিকপুর এলাকায় ডান সাইডের চাকা ফেতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় নয়নজুলিতে । এরপর গাজোল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে আপাতত থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।