শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদা করোনা এবং ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে ইংরেজবাজার পৌরসভা।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার

মালদা,১১ ডিসেম্বর : করোনা এবং ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে মালদা শহরের পৌর স্বাস্থ্য কর্মীদের নিয়ে মিছিল করল ইংরেজবাজার পৌরসভা। মিছিলে পৌর কর্মীরা অংশ নিয়ে কীটনাশক স্প্রে করেন।
শনিবার সকাল ৯ টা নাগাদ মালদা শহরের বাসুলিতলা এলাকা থেকে ৫,৬ এবং ৭ নং ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করা হয়।
সচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগারওয়ালা,৫ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুমিতা ব্যানার্জি সহ অন্যান্য পৌর আধিকারিকরা।
সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় ইংরেজবাজার পৌরসভা প্রাঙ্গণে।
        পুরো প্রশাসক আগারওয়ালা বলেন, করোনা এবং ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের নিয়ে শহরের মিছিলের আয়োজন করা হয়। সাধারণ মানুষ যাতে সরকারি বিধি নিষেধ মেনে চলেন সেই বার্তা দিতে এই সচেতনতা মিছিলের আয়োজন করা হয়।