মিয়ানমারের বিপক্ষে আজ খেলবে বাঘিনীরা
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১২:১৯ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবল ইভেন্টের বাছাইপর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এর মধ্যদিয়ে দীর্ঘ ২০ মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় নারী ফুটবল দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
শক্তির বিচারে বাংলাদেশের থেকে অনেকখানি এগিয়ে আছে মিয়ানমার। ফিফা র্যাংকিংয়ে মিয়ানমার এখন রয়েছে ৪৪তম স্থানে। পক্ষান্তরে ২০ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাংলাদেশ র্যাংকিংয়েই অবস্থান করছে না। যার ফলে বাঘিনীদের কোচ গোলাম রব্বানি ছোটন এই টুর্নামেন্টকে অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ হিসেবেই দেখছেন।
মিয়ানমারের সাথে অতীতে কোনো ম্যাচ না খেলায় তাদের সম্পর্কে বাংলাদেশের তেমন কোনো ধারণা নেই, যা খানিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও সদ্যই তাজিকিস্তান থেকে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে খেলে আসা মেয়েদের নিয়ে আশাবাদী হতে চাইছেন কোচ ছোটন। তাদের খেলার মধ্যে থাকাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।
প্রসঙ্গত, টোকিও অলিম্পিকের নারী ফুটবল বাছাইপর্বে সি গ্রুপে স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশের সঙ্গী ভারত ও নেপাল।
আরএস