প্রথম টেস্টে বাংলাদেশকে দাঁড়াতেই দিল না ভারত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেই উপলক্ষে ইন্টারন্যাশনাল লাইফ সেভার অ্যাওয়ার্ড দেয়াহলো।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেই উপলক্ষে ইন্টারন্যাশনাল লাইফ সেভার অ্যাওয়ার্ড দেয়াহলো।
newstime24x7Nov 20, 2021100
আমরা 23 শে মার্চ শহীদ দিবস উপলক্ষে সারা ভারতবর্ষে রক্তদান শিবির আয়োজন করে ৯০ থাউজেন্ড রক্ত সংগ্রহ করা হয়। এবং পশ্চিমবঙ্গ নিফার তরফ থেকে একই দিনে ৫২ টি রক্তদান শিবির করে ৫০০০ ইউনিট এর কাছাকাছি আমরা রক্ত দান করেছি। এবং এই কারণে আমরা বিশ্ব রেকর্ড করেছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেই উপলক্ষে ২০ নভেম্বর ২০২১ কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সারা রাজ্যের সমস্ত অরগানাইজার এবং নিফার সমস্ত সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে এবং মুর্শিদাবাদের সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনকে, মালদা ব্লাড আর্মি, মাতেল্লি রাষ্ট্রভাষা উচ্চ বিদ্যালয়, সমস্ত অর্গানাইজারদের এবং নিফার সদস্যদের পুরস্কৃত করা হয়। ইন্টারন্যাশনাল লাইফ সেভার অ্যাওয়ার্ড দেওয়া হয় শনিবার কোলকাতায় পুরস্কারটি সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আর জে আই বিট্টু, কোঅর্ডিনেটর কুরবান আলী ও টাউন সভাপতি অতনু সাহা গ্রহণ করে। এই অনুষ্ঠানকে সামনে রেখে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বাংলার লোকসংগীত , শাস্ত্রীয় নৃত্য ইত্যাদি পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।নিফার অল ইন্ডিয়ার চেয়ারপারসন প্রীতপাল সিং পান্নু নিফার পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী অনিমেষ দেব রায় আরও জানিয়েছেন "আগামী দিনেও এরকম অনুষ্ঠান পরিবেশিত হওয়ার উনি ইচ্ছা প্রকাশ করেছেন"। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রর ডিরেক্টর নন্দিতা ভট্টাচার্য উপস্থিত ছিলেন কলকাতা স্বাস্থ্য দপ্তর থেকে এবং মানিকতলা ব্লাড ব্যাংকের বিশেষ বিশেষ ব্যক্তিরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাদের পেয়ে এই অনুষ্ঠান আরো অলংকৃত হয়েছে। এবং শেষে সমস্ত অর্গানাইজারদের এবং নিফার সদস্যদের পুরস্কৃত করা হয়।