শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছয়টি কালীপুজো কমিটিকে পুরস্কৃত করা হলো।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫২ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

মালদা :- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ছয়টি কালীপুজো কমিটিকে পুরস্কৃত করা হলো। শুক্রবার রাতে ২৯ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির তৃণমূল নেতা সন্তোষ ঠাকুরের উদ্যোগে ওই এলাকার ছয়টি কালীপুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে মানপত্র পুরস্কার হিসাবে  ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। যার মধ্যে রয়েছে কৃষ্ণপল্লী গৌড়বাধ রোড এলাকার ইউনাইটেড  ইউথ, উত্তর কৃষ্ণ পল্লী এলাকার গোসাইহাট কৃষ্ণকালী মন্দির, কৃষ্ণপল্লি বাপুজী কলোনি এলাকার ব্লুস্টার ক্লাব, নবকৃষ্ণ পল্লী এলাকায় নবকৃষ্ণপল্লী তরুণ সংঘ,  উত্তর কৃষ্ণ পল্লী এলাকার উদয়ন সংঘ, ব্যাংক কলোনি এলাকার সাগ্নিক সংঘ।

তৃণমূল নেতা সন্তোষ ঠাকুর বলেন, এলাকার পুজো কমিটি গুলিকে উজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী ছবি দেওয়া মানপত্র দিয়ে সম্মান জানানো হয়েছে। বিভিন্ন ক্লাবগুলোর করোনার মধ্যে নানান ধরনের সামাজিক গঠনমূলক পরিষেবা দিয়ে এসেছে। সে সবদিক বিচার করে ২৯ নম্বর ওয়ার্ডের ছয়টি কালী পুজো কমিটিকে আমরা মানপত্র দিয়ে সম্মান জানিয়েছে।