শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিলীপ স্মৃতি সংঘের পুজো এবারের ৭১ তম বর্ষে পা রাখলো।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৯ এএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ইংরেজবাজার শহরের দিলীপ স্মৃতি সংঘের পুজো এবারের ৭১ তম বর্ষে পা রাখলো।প্রতিবারই জেলাবাসীকে তারা চমক দিয়ে থাকে।এবারের তাদের থিম "বধনে বন্ধন,  আয় আরো বেঁধে বেঁধে থাকি"। রাখির উপরে তাদের এবারে মণ্ডপসজ্জা।মন্ডপের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে হিন্দু-মুসলিম তারা একে অপরকে রাখি পড়াচ্ছে , একজন সিভিক ভলেন্টিয়ার টোটো চালককে রাখি পড়াচ্ছে , একজন স্কুলছাত্রী এক বালককে রাখি পড়াচ্ছে।  সবথেকে যেটি আকর্ষণীয়, সেটি হল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই করোনা যোদ্ধা এক চিকিৎসককে রাখি পড়াচ্ছে। পাশে আছে পুলিশ, সিস্টার। মাটির মডেলে এসব করা হয়েছে। মা দুর্গার পিছনেও আছে একটি বিরাট রাখি। কৃষ্ণ রূপে মা দুর্গা বিরাজ করছে।