সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

ইট দিয়ে মেরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল l

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫২ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার | আপডেট: ১১:৫২ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

মালদা: ইট দিয়ে মেরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আরাপুর এলাকায়। এদিকে আক্রান্ত গৃহবধূর বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাহেরা বিবি। অভিযোগ এদিন সকালে নিকাশি নালায় জল ফেলা কে কেন্দ্র করে তার শাশুড়ি নুরেসা বিবির সাথে ঝগড়া বাধে প্রতিবেশী আরমান শেখের। অভিযোগ সেই ঝগড়া থামাতে গেলে সাহেরা বিবি কে ইট দিয়ে আঘাত করে আরমান শেখ। ঘটনায় ওই গৃহবধূর মাথা ফেটে যায়। এর পরই রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই গৃহবধূ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।