সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রক্তদান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান হেলপ ফর ইউ ফাউন্ডেশন l

মোহাঃ আবুল কাশিম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার

করোনাকালে অভিনব উদ্যোগ নিয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করল হেলপ ফর ইউ ফাউন্ডেশন। জেলা জুড়ে চলছে রক্তসঙ্কট রক্তের অভাবে সমস্যার মধ্যে পড়ছেন বহু মুমূর্ষু রোগী। নিয়মিত রক্ত না পেয়ে চিকিৎসা ব্যাহত হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের। এমন পরিস্থিতির মধ্যে সামাজিক দায়বদ্ধতার নজির স্থাপন করল হেল্ফ ফর ইউ ফাউন্ডেশন নামে একট সমাজসেবী প্রতিষ্ঠান । শনিবার উত্তর লক্ষ্মীপুর, মোথাবাড়ি এলাকার হেসামুদ্দিন মেমোরিয়াল কেজি স্কুলে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন ১০৪ জন। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবীদের সম্বর্ধনা অনুষ্ঠান ও রক্তদান শিবির I বিশেষ করে করোনা কালে যে সমস্ত মানুষ নিজেদের জীবন উপেক্ষা করে এগিয়ে এসে করোনা যোদ্ধা হিসেবে কাজ করে নিজেদের সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার পরিচয় দিয়েছেন তাঁদেরকেই উদ্যোক্তারা সম্মানিত করেন। হেল্ফ ফর ইউ ফাউন্ডেশন কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও এদিন শিবিরে রক্তদাতাদের উতসাহিত করতে হাজির ছিলেন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।