সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

ত্রিপল চুরির অভিযোগ কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৪:০৩ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

মালদাঃ-সরকারী ত্রিপল চুরির অভিযোগ উঠল মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের নেতা নিখিল মন্ডল বিরুদ্ব অভিযোগ তুললো বিজেপি। গতকাল গভীর রাতে ওই নেতার বাড়ি থেকে কয়েক হাজার ত্রিপল উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। গঙ্গা নদীর জল বাড়ায় মানিকচক ব্লকের বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন। জলবন্দী কয়েক হাজার বাসিন্দা। তাদের জন্য জেলার প্রশাসনের ত্রান দপ্তর থেকে কয়েক হাজার ত্রিপল পাঠানো হয়। কিন্তু অভিযোগ সেই ত্রিপল সরকারী গোডাউনে না রেখে নিজের বাড়িতে নিয়ে চলে যান বলে অভিযোগ । এমন খবর জানতে পেরে স্থানীয় বাসিন্দারা নিখিলবাবুর বাড়িতে হানা দেয়। উদ্ধার করা হয় কয়েক হাজার ত্রিপল। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মানিকচক এলাকায় । খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়