সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২১ রোববার | আপডেট: ০৩:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২১ রোববার

মালদা:৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের আমদানিকারক এবং বিজিবি দের শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন মহদীপুর এক্সপোর্ট এসোসিয়েশনের সদস্যরা। রবিবার প্রথমে ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এরপর সীমান্তরক্ষী আধিকারিক, বি এস এফ এবং কাস্টম অফিসারদের স্বাধীনতা দিবস উপলক্ষে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়। জানা যায় এরপরে ভারত-বাংলাদেশের মহদীপুর জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের আমদানিকারক ও বিজিবি দের সংবর্ধনা এবং অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল, রপ্তানিকারক হৃদয় ঘোষ, সজল ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, করোনা বিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হলো ভারত-বাংলাদেশ সীমান্তে। তার পাশাপাশি বিএসএফ, কাস্টম অফিসার এবং বাংলাদেশের রপ্তানি কারক ও বিজিবিদের সংবর্ধনা জানানো হল। অন্যদিকে এই বিষয়ে বাংলাদেশের আমদানিকারক আহুনারসিদ জানান, আজকে তাদের দেশে শোক দিবস পালন করা হচ্ছে। তার পাশাপাশি আজ ভারতের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে ভারতের মহদীপুর বন্দরের রপ্তানিকারকরা তাদের মিষ্টিমুখ এবং ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানালেন।