মালদাঃ-আজ ৭৫তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস বিভিন্ন জায়গায় যথা সাড়ম্বরে সাথে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। সেই মতে রবিবার বামনগোলা থানা ও হবিবপুর থানার অন্তর্গত ১৫৯ ব্যাটালিয়ানের বিভিন্ন বিএসএফ ক্যাম্পের পালিত হয় স্বাধীনতা দিবস। এদিন এই কর্মসূচিতে প্রথমে বিএসএফের পক্ষ থেকে সোনঘাট বিএসএফ ক্যাম্পের গ্রাউন্ডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক।তারপর বিএসএফ ও স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় শেষে বিএসএফ পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় ৭৫তম স্বাধীনতা দিবস। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএসএফের ১৫৯ব্যাটালিয়েন ডেপুটি কমান্ডেনট সনাতন মন্ডল, শ্রী রনধীর কুমার এসিটেনট কমান্ডেন্ট কম্পানি কমানডার আলফা কম্পানি , হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু সহ বিএসএফের অনান্য আধিকারিকরা।অন্যদিকে হবিবপুর থানার অন্তর্গত ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের কেদারিপাড়া ক্যাম্পে জাতীয় পতাকা উত্তাল করে জাতীয় সঙ্গীত গাওয়া পরে কেদারিপাড়া ক্যাম্প লাগুয়া আরাগাছি, দাল্লা বাজার ও পান্নাপুর মোড় তাদের গাড়িতে করে ছোট ছোট বাচ্চা নিয়ে বিভিন্ন এলাকায় মিষ্টি ও লাড্ডু বিতরন করে ও করোনা ভাইরাসে সংক্রমণের না ছরাই সেই দিকে নজর রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতন বার্তা দেওয়া হয়। এবং এলাকায় কোন সমস্যা মুখে পরলে তাদের জানানো জন্য আবেদন করে বি এস এফ জওয়ানেরা তাদের পাশে সব সময় পাশে রয়েছে।